এনগিডি-নরকিয়ায় বিধ্বস্ত উইন্ডিজ

ছবি: এএফপি

এক প্রান্তে আগুন ঝরালেন আনরিক নরকিয়া। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিলেন লুঙ্গি এনগিডি। এ দুই পেসারের তোপে রীতিমতো খড়কুটার মতো উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনেই টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দিনে ৩১ রানের লিড নিয়েছে সফরকারী দলটি।

অথচ এদিন টসটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজই। ব্যাটিং বেছে নিয়ে যেন নিজেদের দুর্দশা ডেকে আনেন তারা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দুই ওপেনার শাই হোপ ও অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ছাঁটাই করেন নরকিয়া। তিন নম্বরে নামা এনক্রুমাহ বোনারকে ফেরান রাবাদা। পরে কাইল মেয়ার্স ও জেরমিন ব্ল্যাকউডকে ফিরিয়ে ফের জোড়া আঘাত হানেন নরকিয়া। এরপর মঞ্চে আসেন এনগিডি। লেজ ছাঁটাইয়ের কাজ করেন এ পেসার।

দলের পক্ষে সর্বোচ্চ ২০ করেছেন জেসন হোল্ডার। ৪১ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া আর মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। প্রোটিয়াদের হয়ে মাত্র ১৯ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছেন এনগিডি। ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন নরকিয়া। অপর উইকেটটি রাবাদার।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই পেসার কেমার রোচ ও জাইডেন সিলসের তোপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। রানের খাতা না খুলতেই রোচের বলে আউট হন ডিন এলগার। দলীয় ৩৪ রানে তিন নম্বরে নামা কেগান পিটারসনকে বিদায় করেন সিলস। তবে শুরুর ধাক্কা সামলে নেন তৃতীয় উইকেট জুটি। এইডেন মার্করামকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন রাসি ভ্যান ডার ডুসেন। এরপর অবশ্য ৬ রানের ব্যবধানে জোড়া আঘাত করেন সিলস। তাতে কিছুটা সন্তুষ্টি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন মার্করাম। ১১০ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ডুসেন অপরাজিত আছেন ৩৪ রানে। তার সঙ্গে ৪ রান নিয়ে উইকেটে আছেন কুইন্টন ডি কক। ক্যারিবিয়ানদের পক্ষে ৩৪ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন সিলস।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago