শ্রীলঙ্কায় ভারতের নেতৃত্ব দিবেন ধাওয়ান
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ সেরা দলটি আছে ইংল্যান্ডে। তাই শ্রীলঙ্কা সফরে ভিন্ন একটি দলের নেতৃত্বে অন্য কেউ থাকছেন তা অনুমিতই ছিল। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শিখর ধাওয়ান করে দল ঘোষণা করেছে বিসিসিআই। তার ডেপুটি হিসেবে থাকছেন ভুবনেশ্বর কুমার।
ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৪১টি ম্যাচ খেলেছেন ধাওয়ান। তবে এই প্রথম দেশের নেতৃত্বে থাকছেন এ বাঁহাতি ওপেনার। আর দেশের সেরা তারকারা টেস্ট দলে থাকায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দেবদূত পাডিক্কাল, ঋতুরাজ গয়কোয়াড, নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম ও চেতন সাকারিয়ার মতো বেশ কিছু তরুণ ক্রিকেটার।
সেরা একাদশ ইংল্যান্ডে থাকলেও ভারতীয় ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ থাকায় বেশ শক্তিশালী দল পাঠাতে পারছে শ্রীলঙ্কায়। হার্দিক পান্ডিয়া, মানিশ পান্ডে, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহারদের সঙ্গে আছেন পৃথ্বি শ, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ইশান কিষানের মতো পারফরমাররা।
শ্রীলঙ্কা সফরের ভারত দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, পৃথ্বি শ, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গয়কোয়াড, সূর্যকুমার যাদব, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নিতিশ রানা, ইশান কিষান, সাঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদিপ যাদব, বরুন চক্রবর্তী, দিপক চাহার, নবদিপ সাইনি ও চেতন সাকারিয়া।
নেট বোলার: ইশান পোরেল, সন্দিপ ওয়ারিয়ার, আর্শদিপ সিং. সাই কিশোর, সিমারজিত সিং।
Comments