বিজয়-রনির ব্যাটে শীর্ষে ফিরল প্রাইম ব্যাংক
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ। দারুণ লড়াই চলছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে। আগের দিন শাইনপুকুরকে হারিয়ে শীর্ষে উঠেছিল আবাহনী। আজ শুক্রবার লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে ফের শীর্ষস্থানে উঠেছে প্রাইম ব্যাংক। এনামুল হক বিজয় ও রনি তালুকদারের ব্যাটে জয় পেয়েছে দলটি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ১৮ ওভারে মাত্র ৬৯ রান করে গুটিয়ে যায় রূপগঞ্জ।
লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। মাত্র তিন জন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ ১৬ রান আসে জাকের আলীর ব্যাট থেকে। ফলে দুই ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় দলটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১২ রানে আউট হয়ে যান তামিম ইকবাল। তবে দ্বিতীয় উইকেটে রনি ও বিজয়ের ব্যাটে ৬৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি। এরপর ছোট ছোট জুটিতে লড়াকু সংগ্রহ পেয়ে যায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিজয়। এ রান করতে ৪৯ বলে ৩টি চার ও ৬টি ছক্কা মারেন এ ব্যাটসম্যান। রনির ব্যাট থেকে আসে ৫৩ রান। ৩১ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান এ ওপেনার। রূপগঞ্জের পক্ষে ২৮ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন মুক্তার আলী।
Comments