‘যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবে বাংলাদেশ’
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার এ সম্পর্কে পাঠানো এক বার্তায় মন্ত্রী বলেন, ‘কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় আমরা যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যকসিন পেতে যাচ্ছি।’
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জন্য সাগ্রহে অপেক্ষারত বাংলাদেশের জন্য পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা সুখবর বয়ে এনেছে। কারণ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়া ১৫ লাখের মতো মানুষ যথাসময়ে দ্বিতীয় ডোজ টিকা পাবেন কি না, সে বিষয়ে উদ্বিগ্ন।
গত ৩ জুন হোয়াইট হাউস ঘোষণা দেয় যে, বাংলাদেশসহ এশিয়ার ১৫টি দেশকে তারা ৭০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে।
বাংলাদেশের কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজার অথবা মডার্নার টিকা দেবে। কারণ, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তখন পর্যন্ত দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পায়নি।
তবে, ঠিক কখন এফডিএ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন দিলো, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
Comments