ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি’র হাতে নারী-শিশুসহ আটক ১০
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার মহেশপুরের বেতবাড়িয়া গ্রামের সরকারি প্রাইমারি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-যশোর জেলার কোতয়ালী থানার মো. মিঠু হোসেন (২৬), তার স্ত্রী ফজিলা খাতুন (২১), মেয়ে রাবেয়া আক্তার (৫), খুলনা জেলার ফুলতলা থানার শ্রাবনী সরকার (৪৭), নড়াইল জেলার কালিয়া থানার মো. আলম মোল্লা (২২), রোকসানা বেগম (২৬), তার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (৭), নুর নবী মোল্লা (২), আফসানা আক্তার মিম (২২) ও তার ছেলে মো. মিনহাজুল ইসলাম (২)।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Comments