রাজশাহীতে লকডাউন: নানা অজুহাতে বাইরে মানুষ
রাজশাহী মহানগরে আজ শুক্রবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হলেও, নানা অজুহাতে শহরের রাস্তায় কিছু মানুষের চলাচল লক্ষ্য করা গেছে। বিকেল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাদের।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাডিশনাল ডেপুটি কমিশনার (এডিসি) গোলাম রুহুল কুদ্দুস আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে জানান, শহরের বিভিন্ন স্থানে মানুষদের রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। তবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কেউই সদুত্তর দিতে পারেননি।
তিনি জানান, অনেকে কুরিয়ারে আম পাঠাতে বেরিয়েছেন, কেউ আম কিনে বাসায় ফিরছেন, কেউ নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দিয়ে দোকান বন্ধ করে বাসায় ফিরছেন বলে পুলিশকে জানায়।
শহরের মেহেরচন্ডী এলাকায় চায়ের দোকান খোলা রেখে গান-বাজনা করার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দোকান বন্ধ করে দেয় বলে জানান তিনি।
এডিসি রুহুল কুদ্দুস আরও জানান, আরএমপি কমিশনার আবু সিদ্দিক নিজে রাস্তায় নেমে সাহেব বাজার জিরো পয়েন্টে কিছু সময় অবস্থান করেন। তিনি মানুষকে লকডাউন কার্যকর করতে সহায়তার আহ্বান জানান।
আরএমপি'র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি কয়েকজন যুবককে কোনো কারণ ছাড়াই রাস্তায় পেয়েছেন। তারা লকডাউন কেমন পালিত হচ্ছে সেটাই দেখতে বেরিয়েছিলেন বলে জানালে, পুলিশ তাদের বাসায় ফিরে যেতে অনুরোধ করে।
জেলার করোনা পরিস্থিতি বিবেচনা করে গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় প্রশাসন রাজশাহী শহরে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে। শুক্রবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার ১৭ই জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে।
আরও পড়ুন:
রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু
আজ মধ্যরাত থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ
সিদ্ধান্তহীনতায় রাজশাহী অঞ্চলে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে
রামেক হাসপাতালে নতুন ওয়ার্ড বাড়ানোমাত্র করোনা রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে
Comments