কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ২, শনাক্ত হার বেড়ে ৩১.৪৮ শতাংশ
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই কোভিড-১৯ পজিটিভ ছিলেন। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। দুই জনের বাড়ি কুষ্টিয়া শহরে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ০১ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ডেইলি স্টারকে জানিয়েছেন, কুষ্টিয়ায় সংক্রমণ ও রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৭১ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৬২ জন। এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে ছিলেন ৫৬২ জন, আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৫১৯ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৬৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১২৯ জন। এর মধ্যে গত ১ থেকে ১২ জুন মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ১৯ জন।
Comments