ইংল্যান্ডকে গুঁড়িয়ে ভারতকে বার্তা দিয়ে রাখল নিউজিল্যান্ড

আগের দিনই প্রায় জয় নিশ্চিত করে রেখেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সে আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে বার্তাটা ভালোভাবেই দিয়ে রাখল কিউইরা।
ছবি: সংগৃহীত

আগের দিনই প্রায় জয় নিশ্চিত করে রেখেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সে আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে বার্তাটা ভালোভাবেই দিয়ে রাখল কিউইরা।

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম টেস্ট ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী দলটি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শুক্রবারই ভারতের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। স্বাগতিক ইংলিশদের বিপক্ষে এমন দাপুটে জয় নিঃসন্দেহে দারুণ আত্মবিশ্বাস দিবে কিউইদের।

মূলত তৃতীয় দিনেই এজবাস্টন টেস্ট নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় নিউজিল্যান্ড। মাত্র ১২২ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। চতুর্থ দিনে শেষ ব্যাটসম্যান জুটি মাঠে নেমেও স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেনি দলটি। ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন ওলে স্টোনস। ফলে মাত্র ৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে তারা।

তবে মামুলী লক্ষ্য তাড়া করতে নেমেও ২টি উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৬ রানে আগের টেস্টে রেকর্ড গড়া ডেভন কনওয়েকে তুলে নেন স্টুয়ার্ট ব্রড। আর জয় থেকে ৬ রান দূরে থাকতে আউট হন উইল ইয়ং। তবে এক প্রান্ত ধরে রেখে বাকি কাজ রস টেইলরকে নিয়ে শেষ করেন টম লাথাম। ৩২ বলে ৩টি চারের সাহায্যে ২৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এ ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩০৩

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৮৮

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১২২ (স্টোনস ১৫; অ্যান্ডারসন ০*; হেনরি ৩/৩৬, বোল্ট ২/৩৪, ওয়েঙ্গার ৩/১৮, আজাজ ২/২৫)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৪১/২ (লাথাম ২৩*, কনওয়ে ৩, ইয়ং ৮, টেইলর ০*; অ্যান্ডারসন ০/১১, ব্রড ১/১৩, স্টোনস ১/৫, উড ০/৮)

ফলাফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।

ম্যান অব দ্য সিরিজ: ডেভন কনওয়ে

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

22m ago