কোপা আমেরিকার খেলা কবে, কখন, কোথায়
নানা ধরনের জল্পনা-কল্পনা এড়িয়ে ও প্রতিকূলতা পেরিয়ে কোপা আমেরিকা গড়াচ্ছে মাঠে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ১০টি দল অংশ নেবে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সোমবার (১৪ জুন) ভোর তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গ্রুপ বি: ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু
গ্রুপ এ: আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে
প্রতি গ্রুপ থেকে চারটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
(দর্শকদের সুবিধার জন্য রাত তিনটার পরবর্তী ম্যাচগুলো পরের দিন হিসাব করা হয়েছে)
গ্রুপ পর্ব:
তারিখ (বার) |
সময় |
গ্রুপ |
ম্যাচ |
ভেন্যু |
১৪/০৬/২১, সোমবার |
ভোর ৩টা |
গ্রুপ বি |
ব্রাজিল-ভেনেজুয়েলা |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
১৪/০৬/২১,সোমবার |
ভোর ৬টা |
গ্রুপ বি |
কলম্বিয়া-ইকুয়েডর |
অ্যারেনা পানতানাল, কুইয়াবা |
১৫/০৬/২১, মঙ্গলবার |
ভোর ৩টা |
গ্রুপ এ |
আর্জেন্টিনা-চিলি |
নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
১৫/০৬/২১, মঙ্গলবার |
ভোর ৬টা |
গ্রুপ এ |
প্যারাগুয়ে-বলিভিয়া |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
১৮/০৬/২১, শুক্রবার |
ভোর ৩টা |
গ্রুপ বি |
কলম্বিয়া-ভেনেজুয়েলা |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
১৮/০৬/২১, শুক্রবার |
ভোর ৬টা |
গ্রুপ বি |
ব্রাজিল-পেরু |
নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
১৯/০৬/২১, শনিবার |
ভোর ৩টা |
গ্রুপ এ |
চিলি-বলিভিয়া |
অ্যারেনা পানতানাল, কুইয়াবা |
১৯/০৬/২১, শনিবার |
ভোর ৬টা |
গ্রুপ এ |
আর্জেন্টিনা-উরুগুয়ে |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
২১/০৬/২১, সোমবার |
ভোর ৩টা |
গ্রুপ বি |
ভেনেজুয়েলা-ইকুয়েডর |
নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
২১/০৬/২১, সোমবার |
ভোর ৬টা |
গ্রুপ বি |
কলম্বিয়া-পেরু |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
২২/০৬/২১, মঙ্গলবার |
ভোর ৩টা |
গ্রুপ এ |
উরুগুয়ে-চিলি |
অ্যারেনা পানতানাল, কুইয়াবা |
২২/০৬/২১, মঙ্গলবার |
ভোর ৬টা |
গ্রুপ এ |
আর্জেন্টিনা-প্যারাগুয়ে |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
২৪/০৬/২১, বৃহস্পতিবার |
ভোর ৩টা |
গ্রুপ বি |
ইকুয়েডর-পেরু |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
২৪/০৬/২১, বৃহস্পতিবার |
ভোর ৬টা |
গ্রুপ বি |
ব্রাজিল-কলম্বিয়া |
নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
২৫/০৬/২১, শুক্রবার |
ভোর ৩টা |
গ্রুপ এ |
বলিভিয়া-উরুগুয়ে |
অ্যারেনা পানতানাল, কুইয়াবা |
২৫/০৬/২১, শুক্রবার |
ভোর ৬টা |
গ্রুপ এ |
চিলি-প্যারাগুয়ে |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
২৮/০৬/২১, সোমবার |
ভোর ৩টা |
গ্রুপ বি |
ব্রাজিল-ইকুয়েডর |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
২৮/০৬/২১, সোমবার |
ভোর ৩টা |
গ্রুপ বি |
ভেনেজুয়েলা-পেরু |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
২৯/০৬/২১, মঙ্গলবার |
ভোর ৬টা |
গ্রুপ এ |
উরুগুয়ে-প্যারাগুয়ে |
নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
২৯/০৬/২১, মঙ্গলবার |
ভোর ৬টা |
গ্রুপ এ |
বলিভিয়া-আর্জেন্টিনা |
অ্যারেনা পানতানাল, কুইয়াবা |
কোয়ার্টার ফাইনাল:
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
০৩/০৭/২১, শনিবার | ভোর ৩টা | বি২-এ৩ | অলিম্পিকো, গোইয়ানিয়া |
০৩/০৭/২১, শনিবার | ভোর ৬টা | বি১-এ৪ | নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
০৪/০৭/২১, রোববার | ভোর ৪টা | এ২-বি৩ | মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
০৪/০৭/২১, রোববার | সকাল ৭টা | এ১-বি৪ | অলিম্পিকো, গোইয়ানিয়া |
সেমিফাইনাল:
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
০৬/০৭/২১, মঙ্গলবার | ভোর ৫টা | কো.ফা ১-কো.ফা. ২ | নিলতন সান্তোস, রিও দি জেনেইরো |
০৭/০৭/২১, বুধবার | সকাল ৭টা | কো. ফা. ৩-কো. ফা. ৪ | মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
তৃতীয় স্থান:
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
১০/০৭/২১, শনিবার | ভোর ৬টা | সেমিফাইনালে পরাজিত দুই দল | মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
ফাইনাল:
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
১১/০৭/২১, রোববার | ভোর ৬টা | সেমিফাইনালে জয়ী দুই দল | মারাকানা, রিও দি জেনেইরো |
Comments