অসাধারণ প্রত্যাবর্তনে ফরাসি ওপেন জিতে নিলেন জোকোভিচ
যদি প্রশ্ন করা হয়, রোলাঁ গারোঁর রাজা কে? তাতে এক বাক্যে সবাই বলবেন রাফায়েল নাদালের নাম। সেই নাদালকে সেমি-ফাইনালে হারিয়ে এসেছেন জোকোভিচ। সেই জোকোভিচ কি আর এতো সহজে হাল ছেড়ে দেওয়ার মতো খেলোয়াড়। পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড়। প্রথম দুই সেট হেরে পরের তিন সেট জিতে পেলেন ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।
যদিও প্রথম সেটের লড়াইটা হয়েছিল সমানে সমান। গড়ায় টাই-ব্রেকারে। তাতে দারুণ জয়ে এগিয়ে যান স্তেফানোস সিতসিপাস। পরের সেটেও দুর্দান্ত এ গ্রিস তারকা। মাত্র ২টি গেম পয়েন্ট পেলেন জোকোভিচ। তাতে মনে হয়েছিল এক পেশে ম্যাচে বুঝি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামটা বগল দাবা করতে যাচ্ছেন সিতসিপাসই। কিন্তু ম্যাচের আসল রোমাঞ্চ তখনও জমিয়ে রেখেছিলেন জোকোভিচ। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন জোকোভিচ। টানা তিন সেট জিতে জিতলেন ম্যাচটাও।
রোলাঁ গারোঁর রোববার রাতে গ্রিসের স্তেফানোস সিতসিপাসকে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন জিতে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এর আগে ২০১৬ সালে ক্লে কোর্টে শিরোপা জিতেছিলেন বর্তমান বিশ্বের ১ নম্বর এ তারকা। সেবার তৃতীয় রাউন্ডে চোট পেয়ে ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নাদাল।
জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে জোকোভিচ বলেন, 'এটা চমকপ্রদ এক পরিবেশ ছিল। এই যাত্রায় আমার সঙ্গে থাকা আমার কোচ এবং ফিজিওসহ প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমি দুইজন দুর্দান্ত চ্যাম্পিয়নের বিপক্ষে গত ৪৮ ঘন্টায় প্রায় নয় ঘন্টা খেলেছি। তাই গত তিনদিন শারীরিকভাবে শক্ত থাকা সত্যিই অনেক কঠিন ছিল। তবে আমি আমার সামর্থ্যের উপর ভরসা ছিল এবং জানতাম আমি এটি করতে পারি।'
অবশ্য ভাগ্যটাও সঙ্গে ছিল জোকোভিচের। প্রথম দুই সেট জেতার পর তৃতীয় সেটেই অস্বস্তি বোধ করতে দেখা যায় সিতসিপাসকে। চতুর্থ সেট শুরু আগে লম্বা সময় প্রাথমিক চিকিৎসা নিয়েই কোর্টে এলেন। কিন্তু শতভাগ আর দিতে পারছিলেন না। সে সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন জোকোভিচ।
ক্যারিয়ারে এতোদিন এই ক্লে কোর্টেই মাত্র একটি মাত্র শিরোপা জিতেছিলেন। অন্যথায় বাকি সব গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন একাধিকবার করে। এদিন সে আক্ষেপটা ঘোচালেন জোকোভিচ। আগের ১৬ বছরে মাত্র তিন বার ফরসি ওপেন জয়ের স্বাদ পাননি রাফায়েল নাদাল। তাতে একবার করে এ গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন রজার ফেদেরার, স্তানিস ভাভরিঙ্কা ও নোভাক জোকোভিচ। চলতি বছর সেমিতেই নাদালকে হারিয়ে আসায় ক্লে কোর্টে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ ছিল জোকোভিচের। তার সদ্ব্যবহার ভালোভাবেই করলেন এ সার্বিয়ান।
Comments