‘নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের’ পরিচয় দিলেন পরীমনি
শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের পরিচয় প্রকাশ করেছেন নায়িকা পরীমনি। রোববার রাত ১১টায় দ্য ডেইলি স্টারের কাছে তিনি দুজনের নাম উল্লেখসহ ঘটনার কিছু বিবরণ দেন।
পরীমনি বলেন, ‘আমাকে নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাছির ইউ. মাহমুদ এবং অন্যজন অমি নামের এক ব্যবসায়ী।’
তবে, তাদের বিস্তারিত পরিচয় দেননি পরীমনি। এসময় বার বার কান্নায় ভেঙে পড়েন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
দ্য ডেইলি স্টারকে পরীমনি বলেন, ‘গত বুধবার রাত ১২টার দিকে আমাকে বিরুলিয়ার একটি ক্লাবে নিয়ে যায় অমি। সেসময় সেখানে থাকা নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন।’
‘ওই ক্লাবেই নাছির ইউ. মাহমুদ আমাকে বিভিন্নভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত’, বলেন তিনি।
তবে, রোববার রাতে অভিযোগের বিষয়ে জানতে নাছির ইউ. মাহমুদের ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে অভিযোগ জানাতে বনানী থানায় গিয়েছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দিতে গিয়েছিলাম। কিন্তু তারা আমার অভিযোগ শুনলেও, লিখিত কোনো কাগজপত্র নেয়নি। থানা থেকে তেমন কোনো সাড়া না পেয়ে পরে চলে আসি।’
তবে, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিঞা রোববার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি।’
এর আগে, চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পরীমনি তার ফেসবুক পেজে লিখেন,
‘বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আমি এর বিচার চাই…।’
আরও পড়ুন:
Comments