রাজশাহীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪১.১৮ শতাংশ, মৃত্যু ১২

প্রতীকী ছবি। সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ হয়ে মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের একটি প্রতিবেদনে দেখা গেছে একদিনে করোনা পজিটিভ রোগীর মৃত্যু এটাই সর্বোচ্চ।

আজ সোমবার রামেক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টাতেই প্রথম রামেক হাসপাতালে রাজশাহী অঞ্চলের বাইরের জেলা মেহেরপুর থেকে আসা কোনো রোগীর মৃত্যু হলো।

মৃতদের মধ্যে রাজশাহীর তিন জনই করোনা পজিটিভ, চাঁপাইনবাবগঞ্জের ছয় জনের মধ্যে চার জন, নাটোরের দুই জন ও মেহেরপুর জেলার একজন করোনা পজিটিভ।

তাদের মধ্যে সাত জন পুরুষ ও পাঁচ জন নারী এবং সাত জনের বয়স ৫০ বছরের এর নিচে ও পাঁচ জনের বয়স ৫১ বছরের বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজশাহীর দুই আরটি-পিসিআর ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার মোট ৬৫২ জনকে পরীক্ষার পর ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় এই অঞ্চলের শনাক্তের হার ৩৭ দশমিক ২৭ শতাংশ।

রাজশাহীতে ৩৭৪ জনকে পরীক্ষার পর ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪১ দশমিক ১৮ শতাংশ।

আগের দিন করোনা রোগীর শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। একই সময়ে মারা গেছেন ১৩ জন।

নাটোরে ১১১ জনকে পরীক্ষার পর ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সেখানে শনাক্তের হার ২৩ দশমিক ৪২ শতাংশ।

নওগাঁয় ১৬৫ জনকে পরীক্ষার পর ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় এই জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৮ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের দুই জনের পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে।

Comments

The Daily Star  | English

Two loud explosions heard in Iran capital: AFP

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

8h ago