মেহেরপুরে শনাক্তের হার বেড়ে ৫০ শতাংশ
মেহেরপুরে হঠাৎ করেই করোনা শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৫০ শতাংশ।
মেহেরপুর সিভিল সার্জন অফিস ও কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় ১০২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের ফলাফল পজিটিভ আসে। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ২৭ শতাংশ।
নতুন শনাক্ত ৩২ জনের মধ্যে সদর উপজেলার আট জন, গাংনীর ১৭ জন এবং মুজিবনগরের আট জন রয়েছেন।
Comments