খুমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন। তাদের মধ্যে দুই জন করোনা পজিটিভ ও দুই জন উপসর্গ নিয়ে মারা গেছে।
আজ সোমবার সকালে খুমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ও খুমেকের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনায় প্রত্যেকদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। খুমেক হাসপাতালের নিচতলায় স্থাপিত ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি। আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ১৪১ জন। ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবা দিতে ডাক্তার-নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে করোনা ইউনিটের রেড জোনে ৭৬ জন, ইয়েলো জোনে ১৬, হাই-ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ২৮ জন ও আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন।
সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র খুলনার স্যাম্পল ছিল ২২৮টি। যার মধ্যে পজিটিভ হয়েছে ৮৯টি। শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য তিন শতাংশ। আক্রান্তদের মধ্যে বাগেরহাটের ৪৬ জন, সাতক্ষীরার পাঁচ জন, যশোরের ছয় জন, পিরোজপুরের একজন ও নড়াইলের একজন রয়েছেন।
Comments