ঢাকা মেডিকেলে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বলেন, ‘এই রোগী ২৮ দিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে তিনি আমাদের হাসপাতালে ভর্তি হন। তখন তার মাথা ব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল।’

ডা. মারুফ বলেন, ‘আমরা তাকে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকটেড সন্দেহ করে গত পরশু নাক, কান ও গলা বিভাগের সহযোগিতায় তার নাক অপারেশন করি। স্যাম্পল নিয়ে বারডেম হাসপাতালে ফাঙ্গাস টেস্ট করতে দিই। সেখানে রোগীর হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।’

তিনি আরও বলেন, ‘অপারেশনের আগে রোগীর শ্বাসকষ্ট ছিল। এখন তা স্বাভাবিক। আমাদের বিশ্বাস রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।’

তবে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি জানান, ৪৫ বছর বয়সী ওই পুরুষ রোগী হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছেন। খুলনা থেকে এক সপ্তাহ আগে এসে তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন।

নাজমুল হক বলেন, ‘আমাদের চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে। তবে ব্ল্যাক ফাঙ্গাস রোগী এটাই প্রথম না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

আরও পড়ুন: 

দেশে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে, গাইডলাইন দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

কালো ছত্রাক প্রতিরোধে ভিটামিন ‘সি’ সবচেয়ে কার্যকর: ড. বিজন



ব্ল্যাক ফাঙ্গাস: ভারতের উদাসীনতায় বিপদ বাড়বে বাংলাদেশের

এবার ভারতে নতুন মহামারি ‘কালো ছত্রাক’

কোভিড রোগীদের আরেক আতঙ্ক ‘কালো ছত্রাক’

Comments