চীনের সামরিক শক্তি নিয়ে সতর্ক ন্যাটো

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের বৈঠকে ন্যাটোর নেতারা চীনের সামরিক হুমকির বিষয়ে সতর্ক করে এর আচরণকে একটি ‘সিস্টেমিক চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছেন।
ছবি: রয়টার্স ফাইল ফটো

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের বৈঠকে ন্যাটোর নেতারা চীনের সামরিক হুমকির বিষয়ে সতর্ক করে এর আচরণকে একটি ‘সিস্টেমিক চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছেন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো নেতারা বলেছেন যে, চীন তার পারমাণবিক অস্ত্রের পরিমাণ দ্রুত বৃদ্ধি করছে যা দেশটির সামরিক আধুনিকায়নের বিষয়ে ‘অস্পষ্ট’ ও রাশিয়ার সঙ্গে মহাপ্রাচীরের দেশটি সামরিক শক্তির সমন্বয় করছে।

ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ হুঁশিয়ারি করে বলেছেন, চীন সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে ন্যাটোর ‘কাছাকাছি’ চলে আসছে।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, ন্যাটো চীনের সঙ্গে কোনো শীতল যুদ্ধে জড়াতে চায় না।

ন্যাটো ইউরোপীয় ও উত্তর আমেরিকার ৩০টি দেশের মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিজমের সম্প্রসারণের হুমকি প্রতিহত করতে ন্যাটো জোট প্রতিষ্ঠিত হয়।

 

Comments

The Daily Star  | English

Personal data up for sale online!

A section of government officials are selling citizens’ NID card and phone call details through hundreds of Facebook, Telegram, and WhatsApp groups, the National Telecommunication Monitoring Center has found.

22m ago