ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় নাসির ও অমির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার আসামি ব্যবসায়ী নাসির উ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
ওসি বলেন, ‘পরীমনির করা মামলায় নাসির ও অমির দশ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন এ আবেদন জমা দেন।’
তবে, আবেদনের এখনও শুনানি হয়নি হয়নি বলে জানান তিনি।
এর আগে, গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। এরপর সাভার থানায় এ ঘটনায় একটি মামলা করেন তিনি।
গতকাল সেই মামলায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে, রাজধানীর বিমানবন্দর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মাদক মামলা করে পুলিশ।
আরও পড়ুন:
নাসির ইউ মাহমুদ ‘ভালো লোক’: সংসদে জাপা এমপি চুন্নু
মরে যাওয়াটা কোনো সমাধান নয়: পরীমনি
নাসির-অমিসহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টায় মামলা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
পরীমনিকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ: সাভার থানায় মামলা
Comments