সুপার লিগের খেলা দেখা যাবে দুই চ্যানেলে

প্রতিদিন তিনটি করে মোট ১৫ ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি।
Tamim Iqbal
২০ রান করে আউট হয়ে ফিরছেন তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

১২ দলের লিগের প্রথম পর্বের খেলা অনেকটা শেষের পথে। ১৬ ও ১৭ জুন দশম ও একাদশ রাউন্ডের পর ১৯ জুন থেকে শুরু হবে সুপার লিগ। সুপার লিগে খেলবে ছয় দল।

প্রতিদিন তিনটি করে মোট ১৫ ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি।

মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর দেন কাজী ইনাম,  ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের সুপার লিগের ম্যাচগুলো টি-স্পোর্টস ও জিটিভি যৌথভাবে সরাসরি সম্প্রচার করবে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ইতোমধ্যে বেশ কয়েকটি জমজমাট ম্যাচ দেখতে পেরেছি আমরা। আমি নিশ্চিত দর্শকরা ঘরে বসে সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।’

এমনিতে লিগ পর্বের খেলাও অনলাইনে সম্প্রচারিত হচ্ছিল। মিরপুরের ম্যাচগুলো বিসিবির ফেসবুক পাতায় সরাসরি দেখানো হচ্ছিল। বাকি ম্যাচগুলো পিচভিশনের সাহায্যে এক অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছিল ইউটিউবে।

১১ রাউন্ডের লিগ পর্ব শেষে ৬ দলকে সুপার লিগে পাঁচ দিনে হবে মোট ১৫ ম্যাচ।  খেলাগুলো ১৯, ২০, ২২, ২৩ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি।

সুপার লিগের সময়টায় চলবে রেলিগেশন লিগের খেলাও। বিকেএসপির দুই মাঠে। ১৯, ২০ ও ২২ টেবিলের নিচের তিন দল প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে অবনমন এড়াতে লড়বে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago