মাদক মামলায় নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে
মাদক মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিক অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, একই মামলায় নাসিরের আরও তিন সহযোগী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমীন বৃষ্টিরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (ডিবি) উদয় কুমার মণ্ডল এই পাঁচ জনের দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।
আজ সকালে ডিবির উপপরিদর্শক মানিক কুমার শিকদার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে এ মামলা করেন।
এর আগে, পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় গতকাল সাভার থানায় মামলা দায়ের হয়। মামলায় নাসির ইউ মাহমুদ ও অমির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করা হয়েছে। এরপর দুপুরে উত্তরার ১ নম্বরের একটি বাসায় অভিযান চালিয়ে নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় নাসির ও অমির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
নাসির ইউ মাহমুদ ‘ভালো লোক’: সংসদে জাপা এমপি চুন্নু
নাসির-অমিসহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টায় মামলা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
পরীমনিকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ: সাভার থানায় মামলা
Comments