চাঁদপুরে ২ পার্ক থেকে অজগরসহ ৮টি বন্যপ্রাণী উদ্ধার
চাঁদপুরের দুটি পার্ক থেকে দুটি অজগরসহ আটটি বন্যপ্রাণী উদ্ধার করেছে ঢাকার বন বিভাগের অপরাধ দমন ইউনিট। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক ও আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান চালান।
বিষয়টি নিশ্চিত করে অসিম মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, চাঁদপুর বন বিভাগের কাছ থেকে খবর পেয়ে চাঁদপুরের ফরেস্টার মো. বিল্লাল হোসেন কাজীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ফাইভ স্টার পার্ক থেকে একটি অজগর ও দুটি বানর এবং কৃতি কুঞ্জ তিয়া শিশু পার্ক থেকে আরও একটি অজগর, একটি শকুন ও তিনটি বানর উদ্ধার করা হয়।
অজগর দুটির ওজন আনুমানিক ২০০ কেজি। উদ্ধারের পর এসব বন্যপ্রাণী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments