গার্ড অব অনারে নারী ইউএনওর বিকল্প সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনওর বিকল্প খুঁজতে সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে।
গত রবিবার সংসদীয় কমিটির বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেয়ার ক্ষেত্রে নারী ইউএনওর বিকল্প খুঁজতে সরকারের কাছে সুপারিশ করা হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফএলএডি) গতকাল হাইকোর্টে রিটটি করে।
আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের জন্য রিট শুনানি মুলতবি করেছেন।
আবেদনকারীর আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, সরকার এ বিষয়ে কোনো গেজেট না দেওয়ায় আদালত এই আদেশ দেন।
তিনি বলেন, সংসদীয় কমিটির এই সুপারিশ সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের লঙ্ঘন।
সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
Comments