অমির রিক্রুটিং এজেন্সিতে অভিযান, ১০২ পাসপোর্ট জব্দ, গ্রেপ্তার ২
চিত্রনায়িকা পরীমনির দায়ের করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী ওরফে অমির রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করেছে।
সেখান থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখানের ইনস্টিটিউট অব সিঙ্গাপুর মেরিন টেকনোলজিতে অভিযান চালানো হয়।’
ইনস্টিটিউট অব সিঙ্গাপুর মেরিন টেকনোলজি থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে উল্লেখ করে উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘সেখান থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।’
জব্দ করা পাসপোর্ট ও ট্রাভেল এজেন্সির লাইসেন্স খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইনস্টিটিউট অব সিঙ্গাপুর মেরিন টেকনোলজির মার্কেটিং এক্সিকিউটিভ মো. বাছির মিয়া (৪০) ও ডেপুটি এক্সিকিউটিভ ম্যানেজার মশিউর রহমান (৩২)।
এ ছাড়া, উত্তরা পশ্চিম থানা এলাকায় অমির ট্রাভেল এজেন্সি হলিডে প্ল্যানারে অভিযান চালানো হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি।
এই ঘটনায় সাভার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বাদী হয়ে অমি, বাছির ও মশিউরকে আসামি করে পাসপোর্ট আইনে মামলা করেছে।
Comments