টাকা পাচার নিয়ে আপনাদের মতোই আমারও মনে অনেক কষ্ট: অর্থমন্ত্রী
বিদেশে টাকা পাচার নিয়ে সাধারণ মানুষের মতোই কষ্টে থাকেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘মুদ্রা পাচার নিয়ে আপনাদের যেমন কষ্ট, আমারও মনে অনেক কষ্ট।’
তিনি আরও বলেন, ‘আগামী ছয় মাসে সংশোধিত ও নতুন মিলে ১৫টি আইন পাশ হবে। সেগুলো কার্যকর হলে মুদ্রা পাচার কমে আসবে।’
‘তবে যাদের ইতোমধ্যে চিহ্নিত করা গেছে, তাদের জেলে নেওয়া হয়েছে। তাদের বিচারে কাজও চলছে,’ যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো বিল পাশের সময় হ্যাঁ বা না, যেকোনো একটা বলতে হয়। এটা নিয়ম। কিন্তু, বিলের ওপর কথা বলতে দেওয়া হয় না, এটা ঠিক নয়। কথা বলার সুযোগ থাকে এবং কথা বলেন।’
Comments