নাটোরে শনাক্তের হার ৩৯.৮৬, রোগীতে পূর্ণ সদর হাসপাতালের করোনা ইউনিট
নাটোরে গত ২৪ ঘণ্টায় ৩০১ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৮৬। আর, এ সময়ে মারা গেছেন একজন। এ নিয়ে নাটোর জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে ৩১ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটকে ৫০ শয্যার উন্নীত করা পরেও, সব শয্যা রোগীতে পূর্ণ হয়ে গেছে। আজ এ হাসপাতালের করোনা ইউনিটে ৫১ জন রোগী ভর্তি আছেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। করোনা রোগীদের জন্য ডেডিকেটেড পাঁচ জন চিকিৎসকসহ মোট ১৫ জন চিকিৎসক হাসপাতালটিতে সেবা দিচ্ছেন।'
ইতোমধ্যে হাসপাতালের একজন ডাক্তার, চার জন নার্সসহ মোট ১১ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
নাটোর ও সিংড়া পৌরসভায় গতকাল মঙ্গলবার সাত দিনের লকডাউন শেষ হওয়ার পর নতুন করে আরও সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউনে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া শহরের অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউন বাস্তবায়নে পুলিশের টহল এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে নিয়মিত।
Comments