মিরপুরে জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায়ী: মেয়র আতিকুল

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ফটো

মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর ওই সব এলাকার সড়ক পরিদর্শন করার সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, 'কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও, মেট্রোরেল কর্তৃপক্ষ তা না করায় আশেপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে।'

তিনি বলেন, 'মেট্রোরেল কর্তৃপক্ষ যে সব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে, তারা সে সব শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে না।'

মেয়র আতিকুল বলেন, 'ড্রেন ও ফুটপাত সচল রেখে মেট্রোরেলের কাজ চালু রাখার কথা থাকলেও বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।'

'ড্রেন ও রাস্তা সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে,' বলেন তিনি।

মেট্রোরেলের চলমান কাজ এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

নগরীর জলাবদ্ধতা নিরসন ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করছে উল্লেখ করে আতিকুল জানান, ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, 'গত ১ জুন ঢাকায় রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।'

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

21h ago