ঠাকুরগাঁওয়ে শনাক্তের হার ৫০.৪১, এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ
ঠাকুরগাঁওয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২১টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এ অবস্থায় জেলায় করোনা সংক্রমণ রোধে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। আজ বিকেলে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে জেলা করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিধিনিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া, গবাদি পশুর হাটেও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
জনসাধারণকে বিনা কারণে বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে, জরুরি কাজে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁয় বসিয়ে আপ্যায়ন করা যাবে না।
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ কঠোর নজরদারি রাখবে।
Comments