টিকা সংগ্রহে অসহায় সরকার

ভারত থেকে করোনার টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পর দেশে গণটিকাদান কর্মসূচি থমকে গিয়েছিল। এরপর চীন থেকে দুই ধাপে ১১ লাখ ডোজ টিকা আসায় মানুষের মধ্যে আবার টিকা পাওয়ার আশা তৈরি হয়েছে। কিন্তু এই স্বল্প সংখ্যক টিকা দিয়ে কি সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে?

ভারত থেকে করোনার টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পর দেশে গণটিকাদান কর্মসূচি থমকে গিয়েছিল। এরপর চীন থেকে দুই ধাপে ১১ লাখ ডোজ টিকা আসায় মানুষের মধ্যে আবার টিকা পাওয়ার আশা তৈরি হয়েছে। কিন্তু এই স্বল্প সংখ্যক টিকা দিয়ে কি সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের গণটিকাদান কর্মসূচির সামগ্রিক অবস্থা নিয়ে জায়মা ইসলাম কথা বলেছেন দ্য ডেইলি স্টার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে।

Comments

The Daily Star  | English
Default loan in Bangladesh,

Default loans reach record Tk 1.56 lakh crore

The bad loans rose by Tk 24,419 crore in the last three months to June

50m ago