রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রামোস

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছে রিয়াল।
ramos sergio
ছবি: টুইটার

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন সার্জিও রামোস। স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে একমত হতে পারেননি এই তারকা ডিফেন্ডার।

বুধবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রামোসের দল ছাড়ার বিষয়টি জানিয়েছে রিয়াল।

আগামীকাল বৃহস্পতিবার রামোসকে সম্মান জানাতে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে লস ব্লাঙ্কোসরা। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ক্লাব সভাপতি ফ্লেরেন্তিনো পেরেজ। এরপর সংবাদ সম্মেলনে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে বিদায় জানানোর ঘোষণা দেবেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা।

চলতি মাসের শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩৫ বছর বয়সী রামোসের। আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন তিনি।

ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রামোসের চুক্তি এক বছর বাড়াতে চেয়েছিল রিয়াল। তবে পারিশ্রমিক হিসেবে বর্তমান বেতনের ১০ শতাংশ কম নিতে হতো তাকে। মনঃপুত না হওয়ায় সেই প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

২০০৫ সালে স্বদেশি ক্লাব সেভিয়া থেকে রামোসকে দলে টেনেছিল রিয়াল। তাকে পেতে তাদেরকে খরচ করতে হয়েছিল ২ কোটি ৭০ লাখ ইউরো। এরপর দেড় দশকেরও বেশি সময় কাটিয়ে রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন তিনি। সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিদায়ের পর থেকে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি।

রিয়ালের হয়ে পাঁচটি স্প্যানিশ লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২২টি শিরোপা জিতেছেন রামোস। ক্লাবটির হয়ে তার ব্যক্তিগত অর্জনের ঝুলিও ভীষণ ভারী। তিনি পাঁচবার জিতেছেন লা লিগার মৌসুমের সেরা ডিফেন্ডারের পুরস্কার।

সবশেষ মৌসুমে কয়েক দফা চোটের সঙ্গে লড়াই করতে হয় রামোসকে। সবমিলিয়ে মাত্র ২১ ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। ফলশ্রুতিতে ২০২০ ইউরোর স্পেনের স্কোয়াডে তাকে রাখেননি কোচ লুইস এনরিকে।

Comments

The Daily Star  | English

Deeper crisis feared as 219 factories shut

With 219 garment factories shut amid worker unrest along the industrial belts yesterday, Bangladesh’s apparel sector is feared to get into a deeper crisis if production does not resume on Saturday after the weekend.  

26m ago