ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫০.৫৪ শতাংশ
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ৯৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৪৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৫৪ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় ১২১টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৫০ দশমিক ৪১ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যায় পাওয়া রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরও ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন সদর উপজেলার, ১২ জন বালিয়াডাঙ্গীর, তিন জন রানীশংকৈলে, চার জন পীরগঞ্জের ও দুই জন হরিপুরের।
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫৭জন। তাদের মধ্যে এক হাজার ৬২৩ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৫১ জন।
Comments