সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত হার ৪৭.৩১ শতাংশ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কদুরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনের বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায়, কলারোয়া ও শ্যামনগর উপজেলায়।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

54m ago