কুড়িগ্রামে মৃত্যু ২, করোনা শনাক্ত হার বেড়ে ৩৯.৩৯ শতাংশ

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে ৩৯ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ৩৬ দশমিক ৩৬ শতাংশ।
প্রতীকী ছবি। সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে ৩৯ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ৩৬ দশমিক ৩৬ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুড়িগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ২৭ জনের মৃত্যু হলো। করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই কুড়িগ্রাম সদর ও পৌর এলাকার বাসিন্দা।’

করোনা সংক্রমণ ঠেকাতে পৌর এলাকার ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে গত ১৫ জুন বিকেল ৫টা থেকে সাত দিনের জন্য বিধি-নিষেধ আরোপ করা হয়। স্থানীয় প্রশাসন মাঠ পর্যায়ে বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করছে। সাত দিনের বিধি-নিষেধের পরেও সংক্রমণের হার না কমলে কঠোর লকডাউন ঘোষণা করা হবে বলে জানান ডা. হাবিবুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানিয়েছে, জেলায় এ পযর্ন্ত আট হাজার ২০১টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩৫ জন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago