রনির ঝড়ে জিতল প্রাইম ব্যাংক
বৃষ্টি বাধার পর ম্যাচ নেমে এসেছিল ১০ ওভারে। তাতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি করতে পারেনি আহামরি কিছু। সহজ লক্ষ্য তাড়াতেও তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনদের ব্যর্থতায় বিপদে পড়েছিল প্রাইম ব্যাংক। কিন্তু রনি তালুকদারের কার্যকরের ঝড়ে ঠিকই জয় তুলে নিয়েছে তারা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে খেলাঘরকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা প্রাইম।
আগে ব্যাট করতে ১০ ওভারে কেবল ৬৮ রান করেছিল খেলাঘর। বৃষ্টি আইনে প্রাইমের লক্ষ্য দাঁড়ায় ৭৪ রানের। ৫ বল আগেই তারা তুলে নেয় তারা। দলকে জেতাতে মাত্র ১৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন রনি।
৭৪ রান তাড়ায় নেমে তামিমকে এক পাশে রেখে আগ্রাসী ব্যাট চালাতে থাকেন রনি। ওভারপ্রতি আসতে থাকে প্রায় ১০ রান করে। পঞ্চম ওভারে দলের ৪৮ রানে পড়ে প্রথম উইকেট। উদ্বোধনী জুটির এই ৪৮ রানের মধ্যে তামিমের অবদান কেবল ৯। ৪৮ রানের মধ্যে ৩৯ একাই তুলে আউট হন রনি। তামিম ফেরেন খানিক পর। ১৩ বলে ৯ রানেই থামে তামিমের ইনিংস।
এরপর দলকে টেনেছেন এনামুল হক বিজয়। ১৬ বলে ১৭ রান করে আউট হয়েছেন তিনি। পরে মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম দ্রুত ফিরলে শঙ্কা জেগেছিল। রুবেল মিয়া তা দূর করেছেন দ্রুতই।
এর আগে বৃষ্টি ভেজা মাঠে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি খেলাঘর। ওপেনার শাহরিয়ার কমল আর মিডল অর্ডারে রাফসান আল মাহমুদ ছাড়া কেউই পাননি দুই অঙ্কের দেখা। ২৫ বলে ৩১ রান করা কমলের সৌজন্যেই ৬৮ পর্যন্ত যেতে পারে তারা।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও সংহত হলো প্রাইমের। আর সবগুলো ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগ খেলার শঙ্কায় থাকল খেলাঘর।
Comments