মেট্রোরেল: ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর

ছবি: ডিএমটিসিএল-এর সৌজন্যে

বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হচ্ছে দেশের প্রথম পাতাল রেলপথ। ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ বা এমআরটি লাইন-১ নামে পরিচিত এই প্রকল্পের কাজ শেষ হলে বিমানবন্দর থেকে কমলাপুরে যেতে সময় লাগবে ২৪ মিনিট ৩০ সেকেন্ড।

১৯ দশমিক ৮৭ কিলোমিটার পথে থাকবে ১২টি স্টেশন।

এর একটি অংশ যাচ্ছে নতুন বাজার থেকে পূর্বাচলে। ১১ দশমিক ৩৬ কিলোমিটার এই অংশটি হবে উড়াল। এখানে থাকবে সাতটি স্টেশন। মেট্রোরেলে নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে ২০ মিনিট ৩৫ সেকেন্ড। এ ছাড়া, কমলাপুর থেকে পূর্বাচল যেতে ৪০ মিনিট সময় লাগবে।

বিমানবন্দর-কমলাপুর রুটে যাত্রীরা আড়াই মিনিট পরপর ট্রেন পাবেন। নতুন বাজার-পূর্বাচল রুটে চার মিনিট ৩৫ সেকেন্ড পর পর ট্রেন পাওয়া যাবে।

বিমানবন্দর-কমলাপুর রুটে ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং নতুন বাজার-পূর্বাচল রুটে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলবে মেট্রোরেল।

প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ। তাতে একসঙ্গে তিন হাজার আট জন যাত্রী চড়তে পারবেন। প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। ৫২ হাজার ৫৬১ কোটি টাকার এই প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা আগামী বছরে কাজ শুরু করতে চায়।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

25m ago