চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ১২.৩৭ শতাংশ, উপসর্গ নিয়ে মৃত্যু ২
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দু’জন মারা গেছেন। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া জেলায় নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৩৭ শতাংশ।
এর আগের দিন ৪৩০ জনের জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১৩.০২ শতাংশ।
জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. আহনাফ শাহরিয়ার জানান, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দু’জন মারা যান। দু’জনই গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জেলা হাসপাতালে বর্তমানে ৭২ শয্যার বিপরীতে ৭২ জন রোগী ভর্তি আছেন।
জেলা সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৪ জন।
উল্লেখ্য, জেলায় ঈদের পর হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউন এরপর ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
Comments