আগামী বছর জুনে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চালুর চিন্তা
আগামী বছরের জুন মাসে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ বা এমআরটি লাইন-৬ আংশিকভাবে চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এ কথা জানান।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির আরও অবনতি না হলে আগামী বছরের জুন মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে।’
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মেট্রোরেল চালুর পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবছর তা সম্ভব হচ্ছে না।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে ২০১২ সালে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।
জাপানের সহায়তা সংস্থা জাইকা মেট্রোরেলে সিংহভাগ অর্থায়ন করছে। উত্তরা-মতিঝিল রুট ছাড়াও ঢাকায় আরও পাঁচটি মেট্রোরেল লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন:
আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু হবে মার্চে
মেট্রোরেল কি পারবে ঢাকার দুর্ভোগ কমাতে?
মিরপুরে জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায়ী: মেয়র আতিকুল
Comments