ভাসানচর থেকে পালানো রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক
ভাসানচর থেকে পালানো এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীর সুবর্ণচরে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বোয়ালখালী ঘাট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. ইলিয়াছ (৩০) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৯ নং ক্লাস্টারের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চরজব্বার থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ বুধবার ভোরে ১০ হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকায় কক্সবাজারের কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে, দুপুরের দিকে দালাল তাকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে নামিয়ে দেয়।
পরে স্থানীয়রা সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করে চরজব্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি জানান, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত ৩৮ দিনে ২৯ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ভাসানচর থেকে পালিয়েছে।
আরও পড়ুন:
ভাসানচর থেকে পালানো আরও ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক
ভাসানচর থেকে ১৫ দিনে পালিয়েছে ১৬ রোহিঙ্গা, আটক ১৪
দালালরা মালয়েশিয়ার কথা বলে সাগর ঘুরিয়ে মিরসরাই নামিয়ে দিল রোহিঙ্গাদের
ভাসানচরের ২ রোহিঙ্গা কিশোরী সুবর্ণচরে আটক
Comments