ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ দালাল আটক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
আজ বৃহস্পতিবার দুপুরে মমেক হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে থেকে দালালদের আটক করা হয়।
আটককৃতরা সবাই বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চিহ্নিত দালাল বলে জানান স্থানীয়রা।
আটককৃতরা হলেন- এনায়েত কবির (৪২), মনোয়ার হোসেন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, ফিরোজ মিয়া (৫০), আলাল উদ্দিন (৬০), নজরুল ইসলাম (৪০), আলা উদ্দিন (৫৫), টুটুল আহমেদ (৩৭), সোহেল মিয়া (৩১), আলমগীর হোসেন (৪২) ও আসাদুল ইসলাম (২৭)।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়েছে বলে একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে। তারা রোগী ও তাদের স্বজনদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। তাদের পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’
Comments