শীতলক্ষ্যা তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী তীরের ডকইয়ার্ড, দোতলা ভবন, কাঁচা-পাকা ঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় বিআইডাব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডাব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, ‘শীতলক্ষ্যা নদী অবৈধ দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৬টি ডকইয়ার্ড, একটি দোতলা ভবন, ড্রেজারপাইপ, কাঁচা-পাকা ঘর সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া নদীর তীরে পাঁচটি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। নদীর দুই তীরে অবৈধভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’
Comments