রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত তিন জনের বাড়ি রাজশাহীতে, একজন চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোর ও একজন নওগাঁর বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জন রাজশাহীর, একজন নাটোর, একজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁর বাসিন্দা।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর নমুনা ছিল ১৮০টি। এর মধ্যে পজিটিভ এসেছে ৭৬ জনের। নওগাঁয় ৩০ জনের নমুনা পরীক্ষা করে নয় জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে মোট ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।’
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪৩ দশমিক ৮৭ শতাংশ, নওগাঁয় ৩০ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ৩০ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছেন শামীম ইয়াজদানী।
Comments