প্রবাসে

সিডনিতে বাসভূমি উৎসব

অস্ট্রেলিয়া-ভিত্তিক মিডিয়া বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে গত ৫ জুন। উৎসবটিকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই মুখরিত ছিল সিডনি। কারণ, বিগত বছরগুলোতে বাসভূমির প্রতিটি অনুষ্ঠান ছিল দর্শকপ্রিয়।
বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসবে নৃত্য পরিবেশনা।

অস্ট্রেলিয়া-ভিত্তিক মিডিয়া বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে গত ৫ জুন। উৎসবটিকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই মুখরিত ছিল সিডনি। কারণ, বিগত বছরগুলোতে বাসভূমির প্রতিটি অনুষ্ঠান ছিল দর্শকপ্রিয়।

চলতি বছরের উৎসবেও নৃত্য, আবৃত্তি, গান, গীতি আলেখ্য মন ছুঁয়ে গেছে উপস্থিত সবার। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম ও শামীমা সুমী। উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটো।

বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসবে নৃত্য পরিবেশনা।

উৎসবে দলীয় নৃত্য পরিবেশন করেন তাম্মি পারভেজ, তাফতুন নাইম, নাতাশা, অরনা ও মৌসুমি সাহার নির্দেশনায় নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির শিল্পীরা এবং শ্রেয়সী দাস ও মিতা দে’র গ্রুপ নটরাজ ড্যান্স একাডেমির শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন পূরবী পারমিতা বোস ও আনুভা। দলীয় সংগীতে অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার শিল্পীরা। একক সংগীতে পরিবেশন করেন শাম্মি আহমেদ, আয়েশা কলি, ফায়িজা কামাল রুবা, নিলুফা ইয়াসমিন, রাসেল ইসলাম প্রমুখ। শ্রুতি নাটক পরিবেশন করেন রতন কুন্ডু ও পলি ফরহাদ। কবিতা আবৃত্তি করেন মাসুদ পারভেজ ও তাম্মি পারভেজ। উৎসবে সংগীত পরিবেশন করে দর্শকদের মন জয় করে ব্যান্ড দল স্বপ্ন।

বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসব।

অনুষ্ঠানে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাসন রাজা পরিষদ ঘোষণা দিতে মঞ্চে আসেন ব্যবসায়ী সোলায়মান দেওয়ান, শ্রাবন্তী কাজী এবং সংস্কৃতিজন এহসান রেজা ও সায়রা মির্জা। উৎসবটি উপস্থাপনা করেন জাহাঙ্গীর আলম ও আয়েশা মানহা।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

9h ago