কুড়িগ্রামের পুরো পৌর এলাকায় বিধি-নিষেধ আগামীকাল থেকে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের সম্পূর্ণ পৌর এলাকাকে বিধি-নিষেধের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। গত ১৫ জুন বিকেল ৫টা থেকে পৌরসভার তিনটি ওয়ার্ডে চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তারপরও শনাক্তের হার ঊর্ধ্বমুখী থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, ১৫ জুন করোনা শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৩৬ শতাংশ। পরের দিন তা বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৩৯ শতাংশ এবং গতকাল ছিল ৪২ দশমিক ৫২ শতাংশ।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বাড়ছে। কুড়িগ্রাম পৌর এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। অধিক ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় গত ১৫ জুন কুড়িগ্রাম পৌরসভার ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে বিধি-নিষেধ আরোপ করা হয়। এরপরও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। যে কারণে পুরো পৌর এলাকা বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে। আগামীকাল বিকেল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, এই সময় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সব ধরনের যানবাহন অর্ধেক যাত্রী পরিবহন করবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কৈফিয়ত দিতে হবে। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও শুধুমাত্র পার্সেল সরবরাহ করতে পারবে। শহরের প্রবেশমুখে তিনটি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হবে।
Comments