অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরায় আটক ১১
ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে এক শিশুসহ দুই ভারতীয় নাগরিক রয়েছেন।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্ত এলাকা থেকে গতকাল রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিকে সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে।
Comments