খুমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, জেলায় শনাক্ত ৩৮.৫২ শতাংশ

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ছয় জন। তাদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য দ্য ডেইলি স্টারকে জানান।

তিনি জানান, খুমেক করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় খুমেকে ৫৬২টি নমুনা পরীক্ষা করে ২২২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক পাঁচ শতাংশ। এর মধ্যে খুলনার নমুনা ৩৯২টি। সেখানে পজিটিভ এসেছে ১৫১ জনের। খুলনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৫২ শতাংশ।

খুমেক হাসপাতালের পরীক্ষায় মোট শনাক্ত ২২২ জনের মধ্যে ১৫১ জন খুলনার, ৪২ জন বাগেরহাটের, ১৪ জন যশোরের, সাত জন সাতক্ষীরার, পাঁচ জন নড়াইলের এবং ঝিনাইদহ, বরিশাল ও পিরোজপুরের একজন করে রয়েছে।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

49m ago