পরীমনিকে ধষর্ণ-হত্যাচেষ্টা: এক গার্মেন্টস মালিকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

পরীমনি। ছবি: সংগৃহীত

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা বলছেন, গত ৯ জুন মধ্যরাতে ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনিকে ঘিরে আবর্তিত ঘটনার সঙ্গে একজন তৈরি পোশাক কারখানার মালিক জড়িত রয়েছেন। যিনি ওই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

গতকাল ডিবির একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, তারা ওই পোশাক ব্যবসায়ীকে খুঁজছেন। তবে, তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেননি তিনি।

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলায় উত্তরা এক নম্বর সেক্টরের একটি বাসা থেকে গত সোমবার গোয়েন্দা পুলিশের সদস্যরা ব্যবসায়ী ও উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদসহ তুহিদ সিদ্দিকী অমি নামের আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ওই মামলায় আরও চার জনকে আসামি করা হয়েছে।

সোমবারের ওই অভিযানে গোয়েন্দা পুলিশ তিন জন নারীকেও গ্রেপ্তার করে। পাশাপাশি সেখান থেকে দেশি-বিদেশি মদ ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নাসির ও অমিসহ গ্রেপ্তার তিন নারীর রিমান্ড চলছে।

এজাহারে পরীমনি লিখেছেন, শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি নাসির জোর করে খাওয়ানোর জন্য তার মুখে মদের বোতল ঠেসে ধরেন। এ ছাড়া, অমিসহ অজ্ঞাতনামা চার ব্যক্তির সহযোগিতায় নাসির তাকে ধর্ষণের চেষ্টা করেন।

সোমবার গ্রেপ্তার হওয়ার পর জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য নাসির দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে।

গ্রেপ্তার তিন নারী সম্পর্কে যা জানা যাচ্ছে

সোমবার উত্তরা এক নম্বর সেক্টরের যে বাসা থেকে নাসির ও অমিসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছিল, তার তত্ত্বাবধায়ক শাহ আলম বলেন, মাদক মামলায় অভিযুক্তদের একজন ২৪ বছরের নাজমা আমিন বৃষ্টি সম্পর্কে অমির স্ত্রী।

যদিও বিমানবন্দর থানায় দায়ের করা মামলার এজাহারে নাজমাকে অমির বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তার হওয়া মাদক মামলায় অভিযুক্ত অন্য দুই নারী হচ্ছেন ১৮ বছর বয়সী লিপি আক্তার ও ১৯ বছর বয়সী সুমি আক্তার।

উত্তরা পাঁচ নম্বর সেক্টরে একটি ছয়তলা ভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, তিন মাস আগে লিপিকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে এই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন নাসির।

ওই তত্ত্বাবধায়ক জানান, লিপি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। যিনি ফ্ল্যাটে বেশিরভাগ সময় একাই থাকতেন।

জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুই-তিন সপ্তাহে নাসির স্যার একবার করে ফ্ল্যাটে আসতেন। ছয়-সাত ঘণ্টা থাকতেন।’

তবে, একই এলাকার বাসিন্দা আরেক নারী সুমি আক্তারের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গতকাল তার বাসার পাশের এক দোকানদার জানান, গ্রেপ্তারের পর ওই নারীর ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর থানায় দায়ের করা মাদকের মামলায় উল্লেখ করা হয়েছে, অমি ও নাসির নিজেরা গ্রহণের পাশাপাশি বিক্রির জন্য মাদক সংগ্রহ করতেন। নাজমা, লিপি ও সুমিও মাদক নিতেন। সেইসঙ্গে এগুলো বিক্রির কাজে সহযোগিতা করতেন।

গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের বিষয়ে যদি পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিছু সন্দেহভাজন ডাকাত গ্রেপ্তারের ঘটনা কেন্দ্র করে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন হাফিজ আক্তার।

পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্তের ক্ষেত্রে অল কমিউনিটি ক্লাবের ঘটনাটি বিবেচনায় রাখা হবে কি না, জানতে চাইলে হাফিজ বলেন, ‘মামলার শুরু থেকে সবকিছুই জিজ্ঞাসাবাদের আওতায় আসবে…।’

গত বুধবার অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল সাংবাদিকদের বলেন, ৭ জুন ক্লাবের এক সদস্যকে নিয়ে পরীমনি তার দুই সঙ্গীসহ এখানে আসেন।

ইকবালের ভাষ্য, সেদিন পরীমনি বিশৃঙ্খল আচরণের পাশাপাশি ক্লাবের গ্লাস, অ্যাশট্রে ও প্লেট ভাঙচুর করেন। পরে পরীমনির কাছ থেকে ৯৯৯-এ কল পেয়ে গুলশান থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পরীমনি গুলশান থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

গতকাল সংসদে জাপার এমপি গোলাম কিবরিয়া টিপু নাসির ইউ মাহমুদের মুক্তি দাবি করেছেন।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য টিপু এই দাবি জানান।

টিপু তার বক্তব্যে বলেন, ‘আমি নাসির উদ্দিনকে গত ৩৫ বছর ধরে চিনি। তাকে আমি ছাত্রাবস্থা থেকেই জানি। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে কর দেন।’

ইংরেজি থেকে অনুবাদ করেছেন মামুনুর রশীদ

আরও পড়ুন:

মরে যাওয়াটা কোনো সমাধান নয়: পরীমনি

নাসির ইউ মাহমুদ ‘ভালো লোক’: সংসদে জাপা এমপি চুন্নু

ডিবি কার্যালয়ে যাচ্ছেন পরীমনি

নাসির-অমিসহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টায় মামলা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫

পরীমনিকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ: সাভার থানায় মামলা

পরীমনি বলছেন ‘আমাকে হত্যার চেষ্টা হয়েছে, আমাকে বাঁচান’

‘নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের’ পরিচয় দিলেন পরীমনি

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

10h ago