চট্টগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
চট্টগ্রামের কর্ণফুলী থানার এজে চৌধুরী কলেজ বাজার এলাকায় বিআরটিসির বাসের সঙ্গে স্থানীয় একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে, একজন ৪০ বছর বয়সী এবং অন্যজন ২৬ বছর বয়সী যুবক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ক্যাম্পের এএসআই শিলাব্রত বড়ুয়া বলেন, আহতদের স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তাদের মধ্যে চার থেকে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
চমেক পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা জহিরুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেইলি স্টারকে নিশ্চিত করেন, বিকেল সাড়ে চারটার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রী মারা যান।
কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাঁচাতে বিকেল সাড়ে ৩টার দিকে এজে চৌধুরী কলেজ বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিআরটিসি বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের বাস থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে প্রায় চার থেকে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
Comments