দর্শনা দিয়ে দেশে ফিরলেন আরও ১১ বাংলাদেশি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ১১ বাংলাদেশি।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ফেরত আসা বাংলাদেশিরা। সংগৃহীত ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ১১ বাংলাদেশি।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের গেদে চেকপোস্ট পার হয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন ওই বাংলাদেশিরা।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে গত ৩১ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৮৮৯ জন দেশে ফিরলেন।

আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতায় বাংলাদেশ দূতাবাস থেকে নতুন অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে আজ ১১ জন বাংলাদেশি দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন। সেখানে আসার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে আজ কারো করোনা শনাক্ত হয়নি।

চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে ভারতফেরতদের নির্ধারিত পরিবহনে (মাইক্রোবাস) জেলা প্রশাসনের নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ভারতফেরত ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এক জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

2h ago