আবু ত্ব-হা ও ২ সঙ্গীকে আদালতে নিয়েছে পুলিশ

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে আদালতে নিয়েছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাদের কে এম হাফিজুর রহমানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।
আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে ১৮ জুন দুপুরে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে আদালতে নিয়েছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাদের কে এম হাফিজুর রহমানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

আদালতে নেওয়ার বিষয়ে রংপুর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেহেতু তাদের নিখোঁজ থাকার বিষয়ে জিডি করা আছে, সে জন্য তাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে।'

'এ বিষয়ে যা করণীয়, তা আদালতই ঠিক করবেন,' বলেন তিনি।

এর আগে, সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে তাদেরকে আবার থানায় নিয়ে আসা হয়।

ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আবু ত্ব-হা তার সঙ্গীদের নিয়ে গাইবান্ধায় আত্মগোপনে ছিলেন।

এর আগে, আজ দুপুর দেড়টার দিকে আবু ত্ব-হার খোঁজ পেয়ে, রংপুর কোতোয়ালী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

গত ১০ জুন দুই জন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরপর আবু ত্ব-হার সন্ধান পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেন তার স্ত্রী সাবিকুন্নাহার। গত ১৬ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবু ত্ব-হার খোঁজ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানান সাবিকুন্নাহার।

আরও পড়ুন:

ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা: ডিবি

আবু ত্ব-হাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে

‘কারা তাকে নিয়ে গিয়েছিল’ ত্ব-হার থেকে জানার চেষ্টা করছে রংপুর পুলিশ

আবু ত্ব-হার খোঁজ মিলেছে

ত্ব-হার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রী সাবিকুন্নাহারের আবেদন

আবু ত্ব-হা'র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি

 

Comments

The Daily Star  | English

A feminist approach to climate solutions

Feminist approaches offer significant opportunities for driving positive change.

3h ago