কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হার ৩০.৪৩ শতাংশ, মৃত্যু ৪
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৬৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ১১২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত চার জন মারা গেছেন।
এর আগের ২৪ ঘণ্টায় ৩৯৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ১৫৬ জনকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ০৯ শতাংশ। এরও আগের ২৪ ঘণ্টায় ২৭৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।
আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মারা যাওয়া চার জনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিন জন কুষ্টিয়া সদর উপজেলার।
সিভিল সার্জন বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১০২ জন। বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৯৬৪ জন।’
এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ছয় হাজার ১৭৫ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪৪ জন।
লকডাউনের মেয়াদ বেড়েছে
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কুষ্টিয়া পৌর এলাকায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৫ জুন পর্যন্ত করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১১ থেকে ১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধি-নিষেধ জারি করেন জেলা প্রশাসক। একইসঙ্গে জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকাতেও লকডাউন চলছে।
Comments