ফরিদপুরে করোনায় একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯.৪৭ শতাংশ
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে। যা ফরিদপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
মারা যাওয়া ছয় জন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পাঁচ জন ফরিদপুরের এবং একজন রাজবাড়ীর। এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন। এর মধ্যে ৭৬ জন ফরিদপুরের বাসিন্দা।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৪৭ শতাংশ। এ নিয়ে ফরিদপুরে মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪০৭ জনের।
ফরিদপুর করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে আরও ২১ রোগী ভর্তি হয়েছেন।
তিনি বলেন, ‘বর্তমানে এ হাসপাতালে ১২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জন আইসিইউতে এবং ১১৩ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন।’
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ‘পুরোপুরি প্রশাসনিক লকডাউন ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য সকলের সহযোগিতা, সদিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন।’
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘আগামী সোমবার সকাল ৬টা থেকে ফরিদপুরের তিনটি পৌরসভা সাত দিনের লকডাউনের আওতায় আনা হবে। এ পৌরসভাগুলো হলো ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী।’
Comments