প্রবাসে

ওমানে রাত্রিকালীন লকডাউন

ওমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও রাত্রিকালীন লকডাউন জারি করা হয়েছে। লকডাউনে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশজুড়ে জনসমাগম এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও রাত্রিকালীন লকডাউন জারি করা হয়েছে। লকডাউনে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশজুড়ে জনসমাগম এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন লকডাউন কার্যকর থাকবে।

আজ দেশটির কোভিড-১৯ প্রতিরোধে নিয়োজিত সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিবৃতিতে কমিটি জানায়, হোম ডেলিভারির মতো প্রয়োজনীয় ও জরুরি পরিষেবার প্রতিষ্ঠান লকডাউনে খোলা থাকবে।

সুপ্রিম কমিটি বলেছে, মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়াও লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু মানুষের উদাসীনতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বিভিন্ন অনুষ্ঠানে সমবেত হয়েছে।

সুপ্রিম কমিটি হুঁশিয়ারি করে দিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো এক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবে।

গত কয়েক সপ্তাহে ওমানে করোনা সংক্রামণ অনেক বেড়ে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন রিপোর্ট হওয়া নতুন সংক্রমণের সংখ্যা গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি বেড়েছে। এখন গড়ে প্রতি দিন শনাক্ত হচ্ছেন ১ হাজার ৭৮৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ওমানে ২ লাখ ৪২ হাজার ৭২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৬২৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত ওমানের ৬ লাখ ৮৮ হাজার ৪২৫ জন কোভিড-১৯ টিকা নিয়েছেন, যারা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago